গত বছরের আইপিএলে আলোচনায় আসেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান রিংকু সিং। গুজরাটের বিপক্ষে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জয় এনে দেয়া এই রিংকু এখন ভারতের নিয়মিত ক্রিকেটার। ছেলে ভারতের পরিচিত মুখ হলেও, এখনো নিজের পুরনো চাকরিতেই আঁকড়ে আছেন রিংকু সিংয়ের বাবা খানচাঁদ সিং।
কলকাতার হয়ে রিংকু পরিচিতি পাওয়ার আগে তার বাবা খানচন্দ্র সিং বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার বিলি করতেন। ভারতের জার্সিতে রিংকু নজর কাড়ার পরও তার বাবা সেই কাজ ছাড়েননি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রিংকু সিংয়ের বাবার এক ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, গ্যাল সিলিন্ডারের একটি গাড়ির সামনে নিজের কাজ করছেন তার বাবা।
কিছুদিন আগেই রিংকু জানিয়েছিলেন তার বাবা এখনো নিজের কাজটাই করে যেতে আগ্রহী। এক সাক্ষাৎকারে রিংকু বলেছিলেন, ‘বাবাকে বলেছি বিশ্রাম নেয়ার জন্য। আমাদের অবস্থা এখন যথেষ্ট ভাল। বাবার প্রতি দিন ভারী সিলিন্ডারগুলো তোলার কোনও দরকার নেই। কিন্তু বাবা এখনো এই কাজ করেন, আর এটাই তিনি ভালোবাসেন।’
ভারতের হয়ে দুইটি ওয়ানডের পাশাপাশি ১৫টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন রিংকু সিং। আসন টি-টোয়েন্টি বিশ্বকাপে যে রিংকু দলে জায়গা পাবেন তা নিশ্চিত করেই বলা যায়। ছেলে এতো পরিচিতি পাওয়া সত্ত্বেও হয়তো রিংকুর বাবা গ্যাস সিলিন্ডার বিলির কাজই করে যাবেন।