কামরুজ্জামান শাহীন, ভোলা॥
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও খালেদা জিয়াসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও অবৈধ সংসদ বাতিল এবং এক দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে ভোলা জেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে কালিনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে এ মিছিল অনুষ্ঠিত হয়ে বরিশাল্লা দালান পযর্ন্ত এসে পূণরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পীযুষ কান্তি হালদার, সদস্য লোকমান হোসেন গোলদার, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সদ্য কারামুক্ত ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাংগঠনিক সম্পাদক আকবর আখন, ছাত্রদলের সাধারন সম্পাদক আল আমির হাওলাদার, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারন সম্পাদক তানভীর তালুকদার, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারন সম্পাদক মো. হাফিজুর রহমান তসলিম, প্রমূখ।
এসময় জেলা, উপজেলা, পৌরসভনা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে অবৈধ সংসদ বাতিলের দাবি জানান।