প্যারিস অলিম্পিকে লিওনেল মেসি এবং ডি মারিয়ার খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। কেননা অলিম্পিকের আগেই যে তাদের খেলতে হবে কোপা আমেরিকায়।
ঘনিয়ে আসছে ২০২৪ অলিম্পিক! ফ্রান্সের প্যারিসে চলতি বছরের ২৬ জুলাই থেকে বসবে আসর। তবে বোল্ট-ফেলপস মানের তারকা না থাকায় তুলনামূলক আলোচনা কম আসন্ন গেমস নিয়ে। গুঞ্জন আছে জৌলুস ধরে রাখতে ফুটবল ইভেন্ট দিয়ে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। তাই আয়োজকরা খুব করে চাইছে আর্জেন্টিনার হয়ে অংশ নিক লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া।
অলিম্পিকে খেলতে হলে সবার আগে বাছাইপর্ব পার হতে হবে আর্জেন্টিনার। লাতিন অঞ্চল থেকে সেই প্রক্রিয়ার মধ্যে আছে হাভিয়ের মাশ্চেরানোর দল। কোয়ালিফাই করলেও মেসি এবং ডি মারিয়ার খেলা নিয়ে সংশয় রয়েছে, কেননা জুন-জুলাইয়ের কোপা আমেরিকার পরপরই অলিম্পিক। কোপা শেষ করেই অলিম্পিক খেলার মতো শারীরিক কন্ডিশন মেসি এবং ডি মারিয়ার থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন লিওনেল স্ক্যালোনির।
স্ক্যালোনি বলেন, ‘আমি তো চাই মাশ্চেরানোর দলে মেসি-ডি মারিয়ারা থাকুক। কিন্তু সত্যিকার অর্থে কোপা আমেরিকা খেলার পরপর অলিম্পিকে খেলা সোজা কথা নয়। তবে সময় আসলে এটা আরও ভালোভাবে বোঝা যাবে।’
কিলিয়ান এমবাপে এবং আর্লিং হলান্ডকে পেছনে ফেলে কদিন আগেই অষ্টম বারের মতো ফিফা দ্যা বেস্ট জিতেছেন মেসি। বিভিন্ন মহলে তা নিয়ে চলছে সমালোচনা। আর্জেন্টাইন কোচ মনে করেন এই বিতর্ক ফুটবলকে কেন্দ্র করে, ফুটবলাররা এটা নিয়ে বিব্রত নয়!