বলিভিয়ার বিপক্ষে জয়ের পর কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে কলম্বিয়ার বিপক্ষেও জিতল ব্রাজিল। প্রথম ম্যাচে জয়ের নায়ক ছিলেন বিস্ময়বালক এন্দরিক ফিলিপে। দ্বিতীয় ম্যাচেও গোল করলেন তিনি। এদিন গোল করেছেন আগের ম্যাচে অ্যাসিস্ট করা জন কেনেডিও।
শনিবার (২৭ জানুয়ারি) ভোরে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। ২৫ মিনিটে এন্দরিকের পর কেনেডি দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৮৩ মিনিটে।
দুটি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের খেলা। প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। দুই গ্রুপ থেকে একটি করে দল সুযোগ পাবে অলিম্পিকে খেলার। ব্রাজিলও রয়েছে সেই দৌড়ে।
দুই ম্যাচে জয় পাওয়া ব্রাজিলের পয়েন্ট এখন ৬, ‘এ’ গ্রুপে তারা আছে দুইয়ে। সব কটি ম্যাচ খেলে ফেলা ইকুয়েডর ৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। ২ পয়েন্ট নিয়ে তিনে আছে ভেনেজুয়েলা। অর্থাৎ প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে সুযোগ পেতে হলে পরের ম্যাচে ব্রাজিলকে জিততেই হবে।
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ এন্দরিক ব্রাজিল অলিম্পিক দলের হয়ে এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছেন। ২ ম্যাচে ২টি গোল করেছেন তিনি। সব মিলিয়ে ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলোর হয়ে ৬ ম্যাচে ৭ গোল করলেন। যদিও ব্রাজিল সিনিয়র দলের হয়ে ২ ম্যাচ খেলে এখনও কোনো গোল করতে পারেনি ১৭ বছর বয়সী এ তারকা।