কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি॥
ভোলার গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপন করা হলে দেশের কৃষিখাত আরও একধাপ এগিয়ে যাবে। আমাদের আর বিদেশ থেকে সার আমদানি করা লাগবে না।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় সার কারখানার স্থাপনের জন্য জমি পরিদর্শনকালে সাংবাদিকদের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোলায় সার কারখানা স্থাপনের বিষয়ে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।
এসময় ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান ও ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।