ইয়েমেনে জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থায় কর্মরত যেসব কর্মীর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে, তাদের ইয়েমেন ছাড়তে বলেছে হুতি বিদ্রোহীরা। এ জন্য তাদের এক মাসের সময়ও দেয়া হয়েছে।
হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দিয়েছে। গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। চিঠিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার মার্কিন–ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে।
ইয়েমেনে জাতিসংঘের একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে তারা হুতি প্রশাসনের পক্ষ থেকে এমন চিঠি পেয়েছেন।লা, পাল্টা আঘাত মার্কিন জাহাজে
গেল বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরাইলি হামলার জের ধরে হামাসের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা করছে তারা। তবে হুতিদের এরকম হামলা বিশ্ববাণিজ্যের জন্য হুমকি হওয়ায় তাদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।