Homeআন্তর্জাতিকগাজায় যুদ্ধবিরতির দাবি: এবার ভার্জিনিয়ায় তোপের মুখে বাইডেন

গাজায় যুদ্ধবিরতির দাবি: এবার ভার্জিনিয়ায় তোপের মুখে বাইডেন

সাউথ ক্যারোলাইনার পর এবার ভার্জিনিয়ায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক অনুষ্ঠানে তার বক্তব্যের মাঝেই গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান কয়েকজন বিক্ষোভকারী।

 ‘অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করো’, ‘এখনই যুদ্ধবিরতি দিতে হবে’- মঙ্গলবার (২৩ জানুয়ারি) এমন স্লোগানে মুখরিত ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুষ্ঠানস্থল। এদিন ভার্জিনিয়ায় এক সমাবেশে অংশ নেন বাইডেন। তার বক্তব্যের মাঝেই হঠাৎ করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধবিরতির দাবি জানান কয়েকজন বিক্ষোভকারী। বাধ্য হয়ে নিজের বক্তব্য বন্ধ রাখেন প্রেসিডেন্ট।

পরে, তার নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের বের করে নিয়ে যান। এসময় বাইডেনের সমর্থকরা পাল্টা স্লোগান দিতে থাকেন। তারা আরও চার বছর বাইডেনকেই ক্ষমতায় দেখতে চান। প্রেসিডেন্টও তাদেরকে আশার কথা শোনান।

এর আগে চলতি মাসেই ক্যারোলাইনার একটি শহরে এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। ওই দিন বিক্ষোভকারীদের নিজেই থামানোর চেষ্টা করেন বাইডেন। কিন্তু তাকে পাত্তা না দিয়েই স্লোগান অব্যাহত রাখেন বিক্ষোভকারীরা।

অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। যুদ্ধে তেল আবিবকে একতরফা সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি সামরিক দিক দিয়েও ইসরাইলকে সব ধরনের সহযোগিতা করছেন বাইডেন। এতে নিজ দল এবং মার্কিন নাগরিকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আন্দোলন করে আসছেন ফিলিস্তিনপন্থিরা। বাইডেনের জনপ্রিয়তাও কমছে। এক জরিপে দেখা গেছে, ২০২০ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটারদের মধ্যে যেখানে বাইডেনের জনপ্রিয়তা ছিল ৬৫ শতাংশের বেশি। বর্তমানে তা নেমে এসেছে ১৭ শতাংশের নিচে। এমনকি আগামী নির্বাচনে বাইডেনকে ভোট না দেয়ার ঘোষণাও দিয়েছেন মুসলিম ভোটাররা।

সর্বশেষ খবর