সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ নূরে আলম চৌধুরীর নেতৃত্বে নবনিযুক্ত হুইপরা।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তারা।
উপস্থিত হুইপরা হলেন: চিফ হুইপ মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম (বাবু) ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার (কমল)।
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) নূর-ই-আলম চৌধুরীকে চিফ হুইপ এবং পাঁচজনকে হুইপ নিয়োগ দিয়ে জাতীয় সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে।