Homeখেলাপিছিয়ে থেকেও গোলবন্যায় ফাইনালে চেলসি

পিছিয়ে থেকেও গোলবন্যায় ফাইনালে চেলসি

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল মিডলসব্রোর বিপক্ষে গোলবন্যা বইয়েছে জায়ান্ট চেলসি। কারাবো কাপের সেমিফাইনালের প্রথম লেগ শেষে ১-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগে ৬-১ গোলের বড় ব্যবধানে জিতেছে তারা। তাতে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে জিতে ফাইনালে উঠল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) চেলসির হয়ে জোড়া গোল করেন কোল পালমার। একটি করে গোল করেন এনজো ফার্নান্দেজ, আক্সেল দিসাসি ও ননি মদুয়েকে। একটি গোল আত্মঘাতী। মিডলসব্রোর হয়ে একমাত্র গোলটি করেন মরগ্যান রজার্স।

রিভারসাইড স্টেডিয়ামে প্রথম লেগের খেলাশেষে ১-০ গোলে পিছিয়ে ছিল চেলসি। শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের জন্য দ্বিতীয় লেগে অন্তত ২-০ ব্যবধানে জয় দরকার ছিল তাদের। সেই শর্ত পূরণ করে আরও বেশি গোল করেছে চেলসি। ১৫ মিনিটে জনি হাওসনের আত্মঘাতী গোলের মাধ্যমে শুরু। প্রথমার্ধে আরও গোল করেন এনজো, আক্সেল ও কোল পালমার।

৪৫ মিনিটে ৪-০ গোলের লিড নেওয়া চেলসি দ্বিতীয়ার্ধে করে আরও ২ গোল। ৭৭ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন পালমার। ৮১ মিনিটে আরেকটি গোল করেন ননি। ম্যাচের ২ মিনিট বাকি থাকতে একটি গোল হজম করে চেলসি।

সর্বশেষ খবর