গেল বছরের ২৭ অক্টোবর ভারতে মুক্তি পেয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি। একাধিক চলচ্চিত্র উৎসব থকে শুরু করে সমালোচক ও দর্শকের প্রশংসা কুড়িয়েছে এটি।
গত বছর অস্কারের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছিল দক্ষিণী সিনেনির্মাতা আর আর রাজামৌলি। ‘নাটু নাটু’র মাধ্যমে দেশে এসেছিল সেরা মৌলিক গানের অস্কার।
তবে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ২০২৪ সালের অস্কারের মনোনয়নের তালিকা প্রকাশ্যে আসার পর কিছুটা হতাশ ভারতীয়রা। অস্কারে পাস করল না ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি।
অন্যদিকে এক ডজনেরও বেশি মনোনয়ন পেয়ে তাক লাগিয়ে দিয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। পাল্লা দিয়ে সেরা ছবির বিভাগে মনোনয়ন অর্জন করেছে গ্রেটা গারউইগের ‘বার্বি’-ও।
এছাড়া সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় থাকা সিনেমাগুলো হলো- ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহেইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।