আফ্রিকান কাপ অব নেশন্সের নকআউট পর্ব নিশ্চিত করেছে মোহাম্মদ সালাহ’র দল মিশর। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সামনের ম্যাচগুলো সালাহ আর মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছেন লিভারপুলের সহকারী কোচ পেপাইন লেন্ডার্স।
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঘানার বিপক্ষে মিশরের ২-২ ড্র করা ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান সালাহ। পরদিন জানানো হয়, কেপ ভার্দের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। এরপর আরেক বিবৃতিতে জানানো হয়, মিশর সেমিফাইনালে উঠলে তখন সালাহকে পাবে তারা। তার আগে সুস্থ হবেন না লিভারপুলের এই তারকা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, চিকিৎসার জন্য এরই মধ্যে ইংল্যান্ডে ফিরেছেন সালাহ। ইংল্যান্ডে ফিরে যখন সালাহ লিভারপুলের চিকিৎসকের স্থলাভিষিক্ত হন, তখন-ই জানা যায় সালাহ’র মাঠে ফিরতে আরও বেশি সময় লাগবে।
বুধবার (২৪ জানুয়ারি) লিগ কাপের সেমিফাইনালে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। তার আগে সংবাদ সম্মেলনে সালাহ’র বিষয়ে প্রশ্ন করা হয় লিভারপুলের সহকারী কোচ পেপাইন লেন্ডার্সকে। জবাবে তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাকভাবে এগোলে তিন-চার সপ্তাহের মধ্যে তার খেলায় ফেরার আশা করা যায়। ভালোভাবেই সবকিছু হবে, কারণ এর আগে এভাবেই আমরা তার চিকিৎসা করেছি।’
লিভারপুলের সহকারী কোচের কথায় বোঝা যাচ্ছে, জাতীয় দলের হয়ে আফ্রিকান কাপ অব নেশন্সে আর খেলা হচ্ছে না সালাহ’র। দলের সবচেয়ে বড় খেলোয়াড়কে এভাবে হারানোটা মিশরের জন্য কতটা ক্ষতিকর হয়, তা পরের রাউন্ডের ম্যাচেই বোঝা যাবে।