২০১২ সালে প্রথমবারের মতো বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হয়েছিল ব্রিসবেন হিট। এরপরে গত আসরে ফাইনালে এসে হতাশ হয়ে ফেরে দলটি। এবার টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে এসে সফল হলো দলটি। সেটিও আবার বিগ ব্যাশের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্সের বিপক্ষে। তাতে এক যুগ পরে আবারও শিরোপা ঘরে তুলতে পারল ব্রিসবেন।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে বিগ ব্যাশের ফাইনালে মাঠে নামে সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিট। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ব্রিসবেন। জবাবে ১৭.৩ ওভারে ১১২ রান তুলতে সবকটি উইকেট হারায় সিডনি। তাতে ৫৪ রানে জয় পায় ব্রিসবেন।
ম্যাচটিতে ব্রিসবেনের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন জশ ব্রাউন। সিডনির হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শন অ্যাবট। আর ১৬৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ২৫ রান করেন মোইসেস হেনরিকেস। ব্রিসবেনের হয়ে ৪টি উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন।
বিস্তারিত আসছে…