নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর মান্দায় ১ কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১২ টায় উপজেলার সতিহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আঃ রশিদ ওরফে রতন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে।তিনি জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ (ওসি)র নেতৃত্বে এসআই মোহাম্মদ আবু সামা,এএসআই সোহেল রানা সহসঙ্গীও ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে ০১(এক) কেজি গাঁজাসহ সতিহাট বাজারের শ্রীরামপুর গ্রামীণ ব্যাংক মোড় সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে মাদক কারবারিকে গ্রেফতার করে।
মান্দা থানা পরিদর্শক তদন্ত আব্দুল গনি জানান,গ্রেফতার ব্যক্তি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।