এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালক মানিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ ও দালালপাড়া এলাকায় হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, মানিকুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে সনাক্ত করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য শুক্রবার দুপুরে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রমনীগঞ্চ এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মানিকুলের মাথা বিহীন দেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন পর শনিবার বেলা ১২টার দিকে ওই ইউনিয়নের দালালপাড়া এলাকা থেকে কাটা মাথা, মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।
মানিকুল ইসলাম হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের শিঙিমারী গ্রামের আব্দুর ছাত্তারের পুত্র । বাবুল নামের এক প্রতিবেশীর ভ্যান চুরির অভিযোগ উঠায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিল মানিকুল ইসলাম।
এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশের পাশাপাশি সিআইডি’একটি টিমও তদন্ত করছে।
গত রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে মানিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে সড়ক অবরোধ করেন তার প্রতিবেশীরা। এ সময় মানিকুলের পরিবার দাবি করেন দুইজন ভ্যান চালক সিরাজুল ও রশিদুল ইসলামকে গ্রেফতার করতে পারলেই এ হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে ।
এদিকে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সিংগীমারী গ্রাম থেকে সিরাজুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।