কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সার আমদানি নিয়ে কথা হয়েছে। এছাড়া আলু,আম, ফুলকপি রফতানি নিয়ে কথা হয়েছে। রাশিয়া এসব পণ্য নিয়ে আগ্রহ দেখিয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান আব্দুস শহীদ।
তিনি বলেন, বাংলাদেশ থেকে আলু, আম, ফুলকপি আমদানি করতে আগ্রহী রাশিয়া। আর দেশটি থেকে সার আমদানি করতে চায় বাংলাদেশ।
এদিকে, সার যদি ভর্তুকি মূল্যে না দেয়া হয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে জানিয়ে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে সব রকম সহায়তা পাবেন কৃষকরা।
মন্ত্রী বলেন, সেচের জন্য ডিজেলের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত আছে, আরও আমদানি করা হবে।
চালের দাম যাতে কোনোভাবেই না বাড়ে, সে বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান আব্দুস শহীদ। তিনি বলেন, মজুতদারি এবং সিন্ডিকেট যাতে না হয় সেদিকে সরকারের নজর রয়েছে।