চীনের পার্বত্য প্রদেশ ইউনানে ভয়াবহ ভূমিধসে ১১ জনের প্রাণহানি হয়েছে। আর এতে চাপা পড়েছেন অন্তত ৪৭ জন। তাদেরকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা। খবর বিবিসির।
সোমবার (২২ জানুয়ারি) ঝেনসিয়ং কাউন্টির ঝাউটংয়ে স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটে ভূমিধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর ১৮টি পরিবারের ৪৭ জন লোক চাপা পড়েছেন। এছাড়াও এই অঞ্চল থেকে ৫০০ জনেরও বেশি মানুষকে জরুরিভাবে সরিয়ে নেয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে পাহাড় ধসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলের আশপাশে চীনের চার ধাপের দুর্যোগ ত্রাণ সতর্কবার্তার মধ্যে তৃতীয় ধাপের সতর্কবার্তা জারি করা হয়। এছাড়া ঘটনাস্থলে এক হাজার জনের বেশি উদ্ধারকর্মী এবং কয়েক ডজন ফায়ার ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম সহকারে উদ্ধার অভিযান শুরু করেছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দুর্ঘটনাগ্রস্থ এলাকায় উদ্ধারকর্মীদের সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগামধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা তুষারে আচ্ছাদিত এলাকায় তীব্র শীত উপেক্ষা করে ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন। এছাড়াও ধ্বংসস্তূপের ভেতরে বিভিন্ন ব্যক্তিগত সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।