Homeআন্তর্জাতিকবাড়ি থেকে ৭ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাড়ি থেকে ৭ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের দুটি বাড়ি থেকে সাতজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজন বন্দুকধারীকে খুঁজছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

পুলিশ বলছে, তারা ইলিনয় অঙ্গরাজ্যের জোলিয়েট শহরের হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী রোমিও ন্যান্স নামের এক যুবককে খুঁজছেন।

সংবাদ ব্রিফিংয়ে জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেন, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশকে জানানো হয়েছিল যে, বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ওয়েস্ট একর রোডে ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা সেখানে সাতজনের মরদেহ দেখতে পান।

বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন। ন্যান্সকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা উচিত।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন হামলাকারী একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি চালান বলে অনুমান করা হচ্ছে।

জোলিয়েট পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি সক্রিয়ভাবে তদন্ত করা হচ্ছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংশ্লিষ্টরা এ নিয়ে কাজ করছে। এছাড়াও শিকাগো থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে এ হামলার বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি অনুরোধ করা হয়েছে।

Exit mobile version