বিশ্ব ফুটবল যখন ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির দ্বৈরথ দেখার অপেক্ষায়, তখন হঠাৎ করে দুঃসংবাদ আসলো পর্তুগিজ তারকাকে নিয়ে। পায়ের পেশির চোটে ইন্টার মায়ামির বিপক্ষে খেলা অনিশ্চিত রোনালদোর।
গেল দেড় যুগেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ মহারাজা রোনালদো। ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইগুলোর মধ্যে একটি মঞ্চস্থ হয় তখন, যখন এই দুই মহাতারকা মাঠে মুখোমুখি অবস্থান নেন। আর সেই লড়াই দেখতে আগ্রহের কোনো কমতি থাকে না পুরো বিশ্বের ফুটবল ভক্তদের।
মেসি বার্সা আর রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর খুব একটা মুখোমুখি অবস্থানে দেখা যায়নি ফুটবল বিশ্বের দুই সুপারস্টারকে। উয়েফার প্রতিযোগিতায় যা একটু সম্ভাবনা ছিল সেটাতেও জল ঢেলে দিয়ে দুজনই ইউরোপ ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্র আর সৌদি আরবে। ২০২৩ সালের শুরুতে আল নাসরে যোগ দেন রোনালদো। একই বছরের জুনে মায়ামিতে নাম লেখান মেসি।
যদিও এর মাঝে গত বছরের শুরুতে পিএসজি ও রিয়াদ অল স্টার একাদশের প্রীতি ম্যাচে একবার মুখোমুখি হয়েছিলেন দুজনে। ধারণা করা হচ্ছিল, দুই মহারথীর মধ্যে হয়তো সেটাই ছিল শেষ দেখা। কিন্তু নতুন করে দুজনকে মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়েছে মায়ামি ও আল নাসর।
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আল নাসরের বিপক্ষে লড়বে মেসির ইন্টার মায়ামি। আগামী ১ ফেব্রুয়ারি হবে সে ম্যাচ। কিন্তু তার আগে লড়াই দেখতে উন্মুখ হয়ে থাকা ফুটবলপ্রেমীদের নিরাশ করার মতো সংবাদ নিয়ে হাজির হয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস।
সৌদি আরবের সংবাদমাধ্যম অ্যারাবিক স্পোর্টসের বরাত দিয়ে এএস জানিয়েছে, এ ম্যাচে রোনালদোর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। চোটের কারণে রোনালদো এই ম্যাচে নাও খেলতে পারেন।
এএস জানিয়েছে, রোনালদো এই মুহূর্তে পায়ের পেশির চোটে ভুগছেন। ধারণা করা হচ্ছে, এই চোট থেকে সেরে উঠতে চিকিৎসা ও পুনর্বাসনে রোনালদোর দুই সপ্তাহ লাগতে পারে। যে কারণে মেসির মায়ামির বিপক্ষে আল নাসরের ম্যাচে রোনালদোকে হয়তো দর্শক হয়েই থাকতে হতে পারে।
শুধু মেসিদের বিপক্ষে ম্যাচেই নয়, ২৪ জানুয়ারি সাংহাই সিনহুয়া এবং ২৮ জানুয়ারি জেজিয়াংয়ের বিপক্ষে আল নাসরের দুটি প্রীতি ম্যাচেও মাঠের বাইরে থাকবেন রোনালদো। সবশেষ গত ৩০ ডিসেম্বর মাঠে নেমেছিলেন তিনি।
অন্যদিকে শনিবার (২০ জানুয়ারি) এল সালভাদরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে মেসিদের প্রাক-মৌসুম প্রস্তুতি। যদিও ১০১ দিন পর ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে দ্যুতি ছড়াতে পারেননি মেসি। ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। আগামী ২৩ জানুয়ারি এফসি ডালাস ও ২৯ জানুয়ারি আল হিলালের বিপক্ষে ম্যাচের পর ১ ফেব্রুয়ারিও রোনালদোদের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টাইন তারকাকে।