সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়।।
পঞ্চগড়ের বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২১জানুয়ারি রাতে বোদা থানাধীন ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘি এলিট পাম্পের সামনে পাকা রাস্তার উপর অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাজা বিক্রয়ের সময় পঞ্চগড় সদর উপজেলার মোলানিপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আব্দুল করিম(২৬) কে ২০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করে।
মোঃ আব্দুল করিমের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে বোদা থানা পুলিশ।
বোদা থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, আসামিকে যথা সময়ে আদালতে সোপর্দ্দ করা হবে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।