Homeসর্বশেষ সংবাদপ্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ ৬ মামলায় গয়েশ্বরের জামিন

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ ৬ মামলায় গয়েশ্বরের জামিন

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পল্টন ও রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ৬ মামলায় উচ্চ আদালতে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে নাশতার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক মামলায় দলটির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন আদালত। আগামী ২৫ মার্চ পর্যন্ত তাদের জামিন বহাল থাকবে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

নির্বাচনের আগ মুহূর্তে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা এবং জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছিল।

Exit mobile version