নির্বাচিত হয়েই বন্ধুদের সঙ্গে আড্ডা দিলেন শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
শনিবার (২০ জানুয়ারি) রাতে জেলা সদরের নিউ মার্কেটে হোটেল আলিশান মিলনায়তনে এসএসসি-৯১ ব্যাচের বন্ধুদের এক মিলন মেলায় যোগ দেন তিনি।
এ সময় শহিদুল ইসলাম বলেন, ‘আমরা সব বন্ধু মিলে দেশের কল্যাণে দলমত নির্বিশেষে এক সঙ্গে কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এমন একজন ভালো মানুষ যার কাছাকাছি না গেলে বোঝার কোনো উপায় নেই। আমি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বন্ধুদের কাছে দোয়া চাই।’
সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৯১ সালে এসএসসি পাশ করা জেলার প্রায় শতাধিক বন্ধু মিলিত হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন। এ মিলন মেলায় ময়মনসিংহ থেকে এসএসসি-৯১ ব্যাচের বন্ধুরাও অংশগ্রহণ করেন। একপর্যায়ে এ সংবর্ধনা অনুষ্ঠান বন্ধুদের মিলন মেলায় পরিণত হয়। হই-হুল্লোড়ে সবাই যেন ৩৩ বছর আগের স্কুল পড়ুয়াদের মত উল্লাসে মেতে উঠেন।
দূর-দূরান্ত থেকে আসা এসএসসি-৯১ ব্যাচের বন্ধুরা একে অপরের সঙ্গে পরিচিত হন। পরে বন্ধুদের পক্ষ থেকে ফুলের তোড়া এবং ক্রেস্ট উপহার দেয়া হয় নব নির্বাচিত এমপি শহিদুলকে। এ সময় তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন বন্ধুদের কাছে। পরে তিনি সবার সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন এবং মাঝেমধ্যেই সময় করে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠার আশা প্রকাশ করেন।