কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে চলছে নানা আলোচনা। তবে কোনো কিছুই যেন এমবাপ্পের মনোযোগে একটুও চিড় ধরাতে পারছে না। মাঠের পারফরম্যান্স অন্তত সেটাই বলে। কী দুর্দান্তভাবেই না নতুন বছরটা শুরু করেছেন এই ফরাসি তারকা! ম্যাচের পর ম্যাচে করে চলেছেন গোল। গতকাল রাতেও ফ্রেঞ্চ কাপের ম্যাচে জোড়া গোল ও সহায়তা করেছেন এই ফরোয়ার্ড। এমবাপ্পের জ্বলে ওঠার রাতে অচেনা অরলেয়ান্সকে ৪-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতে উঠে গেছে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে ১৬ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে। ৬৩ মিনিটে এমবাপ্পেই পিএসজির পক্ষে ব্যবধান ২-০ করেন। তবে দুই গোল করেই থামেননি এই বিশ্বকাপজয়ী তারকা। গনসালো রামোস ও মাইয়ুলুলের গোলে করেন সহায়তা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে এমবাপ্পে গোল করেছেন ২৮টি। সঙ্গে আছে ৬টি সহায়তাও। তবে নতুন বছর বিবেচনায় নিলে এমবাপ্পে যেন আরও দুর্দান্ত। এ বছর ৪ ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ৭টি এবং সহায়তা ৪টিতে। অর্থাৎ এ বছর মাত্র ৪ ম্যাচেই ১১ গোলে জড়িয়ে আছে এমবাপ্পের নাম।
এই ম্যাচে আরও একবার একসঙ্গে মাঠে দেখা গেছে দুই এমবাপ্পে-ভাইকে। ম্যাচের ৮০ মিনিটে মাঠে নামেন ইথান এমবাপ্পে। এর আগে গত ২০ ডিসেম্বর মেৎসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল ইথানের। সেদিনও একসঙ্গে খেলেছিলেন দুই ভাই।
দুই গোলে সহায়তাও করেছেন এমবাপ্পেএএফপি
ম্যাচ শেষে এমবাপ্পের পারফরম্যান্স নিয়ে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এগুলো দেখে আমরা অভ্যস্ত। এমবাপ্পের জন্য এমন পারফরম্যান্স স্বাভাবিক ব্যাপার।’
ফ্রেঞ্চ কাপের পর লুইস এনরিকেকে এবার মনোযোগ দিতে হবে লিগ ‘আঁ’র ম্যাচে। লিগে ২৯ জানুয়ারি পরের ম্যাচটি তারা খেলবে ব্রেস্তের বিপক্ষে। লিগে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপর আছে পিএসজি। সমান ম্যাচে ৮ পয়েন্ট পিছিয়ে থেকে নিস আছে দ্বিতীয় স্থানে।