শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার শেরপুরে শেরপুর-ধুনট আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনুকে শুভেচ্ছা জানিয়েছে উপজেলার প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা।
বুধবার সন্ধ্যায় শেরপুরে সংগঠনের সভাপতি মাসুদ রানা সুমনের নেতৃত্বে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূরনবী শাহী, মো. আমিনুল ইসলাম, মো. নজরুল ইসলাম, আব্দুল মোত্তালিব, এসএম শফিক সরকার, আবু বক্কার, মৃদুল কুমার, রানা বানু, স্বপন ইসলাম, ফারুক হোসেন, আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।