Homeআন্তর্জাতিকমাঝ আকাশে নারী ক্রুকে কামড়ালেন এক যাত্রী

মাঝ আকাশে নারী ক্রুকে কামড়ালেন এক যাত্রী

মাঝ আকাশে এক নারী কেবিন ক্রুর হাত কামড়ে দিয়েছেন এক যাত্রী। এতে যুক্তরাষ্ট্রগামী বিমানটিকে জাপানে ফিরে যেতে হয়েছে। জানা গেছে, অভিযুক্ত যাত্রীটি মদ্যপ ছিলেন।

বুধবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) এক মুখপাত্র জানান, ৫৫ বছর বয়সী মার্কিন ওই যাত্রী যখন কেবিন ক্রুর হাতে কামড় বসিয়ে দেন, তখন তিনি ‘প্রচণ্ড মাতাল’ ছিলেন।

তবে অভিযুক্ত ব্যক্তির বরাত দিয়ে জাপানি গণমাধ্যম জানিয়েছে, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন এবং সে সময় কী ঘটেছে, তা তার মনে নেই।

বিবিসি আরও জানায়, প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটিতে ১৫৯ যাত্রী ছিল। ওই কেবিন ক্রুকে কামড়ানোর পর অন্য যাত্রীরা ভয় পেয়ে পাইলটকে টোকিওর হানেদা বিমানবন্দরে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

পরে জরুরি অবতরণ শেষে অভিযুক্ত যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

সর্বশেষ খবর