Homeআন্তর্জাতিকগাজায় কবর খুঁড়ে মরদেহ ‘চুরি’ করছে ইসরাইলি সেনারা

গাজায় কবর খুঁড়ে মরদেহ ‘চুরি’ করছে ইসরাইলি সেনারা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খান ইউনিস শহরের একটি কবরস্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। আর সেখান থেকে বেশকিছু মরদেহও তুলে নিয়ে গেছেন বলেও অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি জানিয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি কবরস্থান খুঁড়ে বেশকিছু মরদেহ ‘চুরি’ করে নিয়ে গেছে ইসরাইলি সেনারা। ‘চুরিকৃত’ মরদেহ কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারে স্থানীয়রা কিছুই জানেন না।

স্থানীয় বাসিন্দারা সেই কবরস্থানের বিভিন্ন ভিডিও ও ছবি প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, কবরস্থানে যেসব নামফলক ছিল তার সবই ধসিয়ে দেয়া হয়েছে। অনেক কবর বের করে ফেলা হয়েছে। ছবিগুলোতে কবরের ভেতরের অংশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

গাজা উপত্যকায় এর আগেও কবরস্থানের ওপর এমন নৃশংসতা ও মরদেহ ‘চুরির’ অভিযোগ উঠেছিল ইসরাইলি সেনাদের বিরুদ্ধে। গত মাসে গাজার মধ্যাঞ্চলের শেখ শাবান কবরস্থান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় তারা। একই রকম বর্বরতা উত্তরাঞ্চলের ফালুজা কবরস্থানেও চালানো হয়।

গেল বছরের ৭ অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত ২৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আর তিনমাসেরও বেশি সময় ধরে চলা এ সংঘাতে আহত হয়েছেন ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

সর্বশেষ খবর