গত কয়েক বছর ধরেই বাজে সময়ের ভেতর দিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দুঃসময় কাটাতে অনেক দিন ধরেই বড় কোনো তারকার সন্ধানে দলটি। বড় সেই তারকাই নাকি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান টেবিলের সাতে। ২১ ম্যাচে মাত্র ৩২ পয়েন্ট তাদের নামের পাশে। তারা সবশেষ লিগ শিরোপা জিতেছিল ২০১২-১৩ মৌসুমে। পরের ১০ বছরে ৬টি শিরোপা জিতলেও সেগুলোর ৫টিই ঘরোয়া, চ্যাম্পিয়ন্স লিগে তো সাফল্য নেই-ই।
উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া ইউনাইটেডের মালিকানায় পরিবর্তন এসেছে। ইংল্যান্ড ফুটবলে সবচেয়ে সফল দলটির মালিকানা কিনেছেন ব্রিটিশ বিলিয়নিয়ার স্যার জেমি র্যাটক্লিফ। তিনি দায়িত্ব নেওয়াতেই নাকি ভিনির মতো প্লেয়ারের দিকে হাত বাড়ানোর সাহস করছে রেড ডেভিলরা।
গোল ডটকমের খবর বলছে, ব্রাজিলিয়ান ফুটবলারের জন্য প্রায় ১৫১ মিলিয়ন ইউরোর বাজেট আছে ম্যানচেস্টারের ক্লাবটির। রিয়াল মাদ্রিদও তাকে বেচার জন্য রাজি হতে পারে, কেননা তাদের টার্গেটে আছেন ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপ জয়ী ফুটবলারের আগমণের পথ সুগম করতে তুখোর ফর্মে থাকা ভিনিকেও হয়তো বিকিয়ে দিতে পিছপা হবে না পেরেজ ম্যানেজমেন্ট।
ঝামেলাটা বেতন সংক্রান্ত। শোনা যাচ্ছে, এমবাপ্পে মাদ্রিদে আসলে তার সাপ্তাহিক বেতন হতে পারে প্রায় ৭ লাখ ইউরো। তাই সাড়ে ৩ লাখ ইউরো বেতন পাওয়া ভিনিকে ছেড়ে দিতে পারেন পেরেজ। তা নাহলে মারপ্যাঁচ হতে পারে ফেয়ার প্লে নীতির মানদণ্ডে।
প্রসঙ্গত, চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন ভিনি। ১৬ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। সবশেষ বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোয় হ্যাটট্রিক করেছেন ২৩ বছর বয়সী এই তারকা।