ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই ৭ নম্বর জার্সি গায়ে ক্লাব ও জাতীয় দলে খেলেন তিনি। অনেকেই রোনালদোর সঙ্গে নাম মিলিয়ে তাকে ডাকে ‘সনালদো’। পর্তুগিজ মহাতারকার অনেক বড় ভক্তও দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনের কথাই বলা হচ্ছে। এবার আইডল রোনালদোকেই পেছনে ফেলেছেন দক্ষিণ কোরিয়ান তারকা।
হ্যারি কেনের বিদায়ের পর টটেনহ্যাম হটস্পারের অধিনায়কত্ব চেপেছে সন হিউং-মিনের কাঁধে। ক্লাবটির প্রথম এশীয় অধিনায়ক তিনিই। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ৩১ বছর বয়সী সন। চলতি মৌসুমেও আছেন দারুণ ফর্মে। পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন এই দক্ষিণ কোরিয়ান তারকা।
আইডল ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ২০২৩ সালের এশিয়া অ্যাওয়ার্ডের সেরা ফুটবলারের পুরস্কার । এই নিয়ে টানা সপ্তমবার এশিয়ার সেরা ফুটবলার হলেন সন।
দক্ষিণ কোরিয়াকে এশিয়া সেরা বানানোর স্বপ্ন দেখছেন সন হিউং-মিন। ছবি: সংগৃহীত
সেরা ফুটবলার হওয়ার পথে সন পেয়েছেন ২২.৯ শতাংশ ভোট। পেছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখে খেলা স্বদেশী ডিফেন্ডার কিম মিন-জেই (১৯.৫৪ শতাংশ) এবং আল নাসরে খেলা পর্তুগিজ মহাতারকা রোনালদোকে (১৭.০৬ শতাংশ)। নবমবারের মতো এই মর্যাদাসম্পন্ন পুরস্কারটি জিতলেন এই দক্ষিণ কোরিয়ান তারকা।
টটেনহ্যাম সমর্থকদের কাছে দারুণ জনপ্রিয় সন এই মৌসুমেই পেয়েছেন অধিনায়কত্ব। এই মৌসুমে ক্লাবটির হয়ে শিরোপা জয়কে পাখির চোখ করেছেন তিনি। ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে এখনও কোনো শিরোপা জেতা হয়নি সনের।
গত বছর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৩৮ বছর বয়সী রোনালদো। ছবি: সংগৃহীত
সন এই মুহূর্তে জাতীয় দলের হয়ে এএফসি এশিয়ান কাপে খেলছেন। প্রতিযোগিতায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তার দল ৩-১ গোলে বাহরাইনকে হারিয়েছে। আগামী শনিবার (২০ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে তারা জর্ডানের মুখোমুখি হবে। এরপর ২৫ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। সনের দল টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত যেতে পারলে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত তাকে দলে পাবে না স্পাররা।
এদিকে গত বছর ৫৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া চলতি বছরে আরও বেশি গোল করতে চান। এশিয়া সেরার পুরস্কারটি না পেলেও ক্লাবের হয়ে সম্ভাব্য সবকিছু জিততে চান ফেব্রুয়ারিতেই ৪০ এ পা দিতে যাওয়া পর্তুগিজ মহাতারকা।