স্বপ্নপূরণের জন্য বয়স কোনো বাধা নয়। স্নাতকত্তোর ডিগ্রি লাভ করে সে বিষয়টিই প্রমাণ করেছেন অক্ষয় ঘরণী টুইঙ্কেল খান্না।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে পোস্ট করে বিষয়টি নিজেই জানান এই অভিনেত্রী।
সমাবর্তনের দিন মঞ্চে উঠে প্রশংসাপত্র হাতে নেয়ার ভিডিও পোস্ট করেন টুইঙ্কেল। ভিডিওর সঙ্গে যোগ করেন একটি ছোট্ট বার্তা।
সেখানে লেখা ছিল, ‘অবশেষে গ্র্যাজুয়েশন ডে! গোল্ডস্মিথসে প্রথম দিনের কথা ভাবলে মনে হয় এই তো গতকালের কথা, আবার কখনও ভাবি না জানি কোন জনমের ঘটনা! রৌদ্রজ্জ্বল একটা দিন, সুন্দর একটা শাড়ি, পাশে পরিবার এই দিনটা যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি পারফেক্ট।’
এরপর টুইঙ্কলের সংযোজন, বয়সের সঙ্গে আমরা কেবল উচ্চতায় বড় হই না, সেই সঙ্গে মেধার বিকাশও ঘটে।
টুইঙ্কেলের পোস্ট থেকে জানা গেছে, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ফিকশন রাইটিং-এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি।
মাস্টার্সের সনদ হাতে নেয়ার সময় টুইঙ্কেলের চিয়ার লিডার হলেন অক্ষয়। সব সময় স্ত্রীর পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন তিনি। স্ত্রীর হাত ধরে থাকার প্রতিজ্ঞা পালনে এদিনও পিছু পা হননি এ বলিউড নায়ক। তাইতো স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগী পোস্টও করেন গর্বিত স্বামী অক্ষয়।
মঙ্গলবার রাতে অক্ষয় কুমার নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ত্রীকে নিয়ে একটি পোস্ট করেন। একটি ছবি দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘দুবছর আগে যখন তুমি আমাকে বলেছিল ফের পড়াশোনা শুরু করতে চাও, আমি বুঝতে পারিনি ঠিক কী বলছো! কিন্তু যেদিন দেখলাম তুমি কতটা পরিশ্রম করছো, ছাত্রজীবনে ফিরে গিয়েও সংসার, ক্যারিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখছো- বুঝলাম আমি একজন ‘সুপারওম্যান’কে বিয়ে করেছি।’
তিনি আরও লেখেন, ‘আজ তোমার গ্র্যাজুয়েশন, আমিও ভাবছি যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়ত সেই শব্দগুলো খুঁজে বের করতে পারতাম, যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি ঠিক কতটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।’
৫০ বছর বয়সে জীবনের নতুন মাইলস্টোন অর্জন করে উচ্ছ্বসিত টুইঙ্কেল। গত দুবছর লন্ডনই ছিল টুইঙ্কলের ঠিকানা। বিদেশেই পড়াশোনা আর লেখালিখি নিয়ে ব্যস্ত ছিলেন অক্ষয়ের ঘরণী।
২০২২ সালে এক বিবৃতিতে অক্ষয় কুমার বলেছিলেন, ‘সবাই যখন তার বাচ্চাদের কলেজে নামাতে যায়, আমি আমার স্ত্রীকে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ড্রপ করতে যাচ্ছি। কারণ সে ফিকশন রাইটিংয়ে তার মাস্টার্স করতে যাবে।’
প্রসঙ্গত, রাজেশ খান্না ও ডিম্পল কপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কেল খান্না। বরসাত, বাদশা, ইন্টারন্যাশন্যাল খিলাড়ি থেকে মেলার মতো ছবিতে অভিনয় করেছেন টুইঙ্কেল। ‘মেলা’ ফ্লপ করার পর শর্তে হেরে অক্ষয় কুমারকে বিয়ে করেন অভিনেত্রী। এরপরই বলিউডকে বিদায় জানিয়ে অভিনয় ক্যারিয়ারের ইতি টানেন।