কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদাউস জামিনে মুক্তি পেয়েছেন।
গতকাল সোমবার (১৫ জানুয়ারি) সকালে ভোলা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিদায়ী বছরের ৮ নভেম্বর রাত ৮টার দিকে ভোলা শহরের টাউন স্কুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামিনে মুক্তি পেয়ে ভারপ্রাপ্ত সভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদাউস বলেন, যেদিন এদেশের গণতন্ত্র মুক্তি পাবে, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে এবং আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে সেদিনই জাতীয়তাবাদী শক্তির সৈনিকরা মুক্তির স্বাদ পাবে। দেশের মানুষ এখন দুঃশাসনে বন্দি। এই বন্দিদশা থেকে মুক্তি পেতে আমাদেরকে তারেক রহমানের নির্দেশমত আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে এবং আমাদের ভোটাধিকার আদায় ও ডামি সরকারের পতন নিশ্চিত করতে হবে।