নুরুজ্জামান হোসেন, হিলি প্রতিনিধি।।
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলিতে জনপ্রিয় ব্যাংকিং প্রতিষ্ঠান “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড”- এর ২৪৩ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।
১৬ জানুয়ারি মঙ্গলবার বেলা১২টায় হাকিমপুর উপজেলার হিলি চেকপোস্ট রোডে হিলি পৌর শহরের মধ্যে স্বপন হোটেলের সামনে নতুন ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জনাব মুহাম্মদ মুনিরুল মওলা ম্যানেজিং ডাইরেক্টর আ্যান্ড সিইও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ভার্চুয়ালী যুক্ত হয়ে এই শাখার শুভ উদ্বোধন করেন।
এসময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ইসলামী ব্যাংক বগুড়া জোন প্রধান রেজাউল ইসলাম, জয়পুরহাট শাখা প্রধান হাবিবুর রহমান, হিলি উপশাখা ইনচার্জ মানিক মিয়াসহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাগণ স্থানীয় সিএন্ড এফ এজেন্ট সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক,হাকিমপুর উপশাখার ইনচার্জ মোঃ মানিক মিয়া।