শাহ মোঃ আব্দুল মোমেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।।
কুড়িগ্রামের রৌমারীতে বেসরকারি সংস্থা সিএসডিকে কর্তৃক অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার বাগুয়ারচর সিএসডিকে কার্যালয়ে বিভিন্ন
এলাকার প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।সহযোগিতায় ন্যাশনাল চর এলায়েন্স, উন্নয়ন সমন্বয়,বিএন এফ,বাস্তবায়নে সেন্টার ফর সোস্যাল ডেভলপমেন্ট কুড়িগ্রাম,সিএসডিকে সংস্থা।
এসময় উপস্থিত ছিলেন, সিএসডিকে সংস্থার নির্বাহী পরিচালক আবু হানিফ মাষ্টার,মো: হারুন অর রশিদ(শাকিল),সহকারী নির্বাহী পরিচালক -CSDK,মো: ফজর আলী -সভাপতি- CSDK,,বীর মুক্তিযোদ্ধা হযরত আলী,মো: হামিদুর রহমান – সদস্য CSDK অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো:আনিছূর রহমান ছক্কু।
সিএসডিকে সংস্থার পরিচালক আবু হানিফ মাষ্টার জানান,সিএসডিকে এর নিজ তহবিল থেকে জমানো অর্থ দিয়ে এলাকার অসহায় ও দুঃস্থদের জন্য এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিগত কয়েক বৎসর থেকে এলাকার প্রতিটি সামাজিক কাজে সিএসডিকে সংস্থা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।