নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর ধামইরহাট থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে বিক্রির অভিযোগে ৬ জন কে আটক করেছে র্যাব। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বড়থা বাজার থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ধামইরহাট থানায় হস্তান্তর করে র্যার। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।
আটককৃতরা হলেন, উপজেলার বড়থা পূর্ব পাড়া গ্রামের মো. পলাশ হোসেন (৩৮), একই গ্রামের মো. রুবেল হোসেন কাজল (৩৩), ফতেহপুর বাজার গ্রামের মো. আবু সাঈদ (২৬), একই গ্রামের মো. মিলন রানা (৩০), চৈতন্যপুর গ্রামের মো. জামিল হোসেন (২৬) ও পার্ট আমলাই গ্রামের মো. ওলিউল হোসেন (৩১)।
র্যাব জানায়, আটককৃতরা বড়থা বাজারে তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের সরবরাহ করত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এর সত্যতা পাওয়ায় তাদের আটক করে।