ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেক তরুণ ফুটবলারই অনুসরণ করেন। এর মধ্যে অন্যতম ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়র। রোনালদোর মতো ভিনিও ৭ নম্বর জার্সি পরে রিয়াল মাদ্রিদে খেলেন। এ দিকে এল ক্লাসিকোতে খেলতে নেমে অবাক করা মুহূর্ত ঘটেছে ব্রাজিল তারকার সঙ্গে। আর সেই মুহূর্তে প্রিয় তারকাকে স্মরণ করতে ভুলেননি এই উইঙ্গার।
রোববার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচের ৭ মিনিটে ৭ নম্বর জার্সি পরে গোল করেন ভিনিসিউস। এর ৩ মিনিট পরে আরও একটি গোল করে প্রিয় তারকা রোনালদোর মতো উদযাপন করতে ভুল করেননি। ম্যাচ শেষে এই বিষয়ে বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে আমি অনুসরণ করি। ম্যাচটিতে তার মতো করেই উদযাপন করেছি। উদযাপনটা রোনালদোর জন্য।’
ভিনিসিউস ম্যাচটি নিয়ে বলেন, ‘আমি শান্ত থেকে কেবল ম্যাচের দিকেই নজর দেই। চেষ্টা করি সর্বোচ্চ ভালো করতে, কিন্তু মাঝেমধ্যে সেটি হয় না। আমি নিজেকে সাধু বলবো না। আমি কথা বেশি বলি কিংবা ড্রিবেল বেশি করি, যেটা উচিত না। কিন্তু আমি এখানে এসেছি উন্নতি করতে। আমি তাদের জন্য উদাহরণ তৈরি করতে চাই, যারা আমাকে অনুসরণ করে। আমি নিজেকে সেই উন্নত জায়গায় নিয়ে যেতে চাই।’
বার্সেলোনার বিপক্ষে প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক গোল পূর্ণ করেছেন ভিনি। শেষ পর্যন্ত ৪-১ গোলে সুপার কাপের শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। ব্রাজিল তারকাকে নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘গতবারের কোপাতে সে গোল করেছিল। এরপরে লা লিগাতেও। প্রতিপক্ষের ডিফেন্ডররা তাকে আটকাতে পারেনি। রোনাল্ড আরাউজোর মতো বিশ্বসেরা ডিফেন্ডারকেও সে পরাস্থ করেছে। ভিনিসিউসের ট্যাকেলের দক্ষতার কারণে আরাউজোও ব্যর্থ হয়েছে।’