বেগম খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার (১৫ জানুয়ারি) সকালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
এসময় তারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কারাগারে আটক সকল রাজবন্দীদের মুক্তির দাবি করেন।
তারা সরকারের পদত্যাগ এবং নির্বাচন বাতিলেরও দাবি তোলেন।
বিক্ষোভ মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইল গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।