নতুন বছর শুরু হতে ধুম পড়েছে বিয়ের। বিনোদন জগতে প্রতিদিনই বিয়ের খবর। এবার কেউ ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করছেন না। বেশ চুপিসারেই বিয়ে করতে দেখা যাচ্ছে তারকাদের। এবার বিয়ের বেশে দেখা গেল টালিউডের জনপ্রিয় অভিনেত্রী এনা সাহাকে। সত্যিই কি বিয়ে করেছেন তিনি?
বিয়ের দিনের লাল টুকটুকে সাজের ভিডিও ছড়াতেই হইচই পড়ে গেছে। তবে তা বাস্তবে নয়। একটি ফটোশুটের জন্য এমন আয়োজন।
ভিডিওতে এনাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ভক্তদের কমেন্টে ভরে গেছে কমেন্ট বক্স। এনাকে দেখা গেছে লাল পাড় সাদা বেনারসি, লাল ব্লাউজ, হাতে শাঁখা, মাথায় সিঁদুর, গা ভর্তি গয়না।
বর বসে আছেন সাদা ধুতি, নেটের চাদর গায়ে। বর এনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এ যেন বাস্তবের মতোই সুন্দর মুহূর্ত।
বাংলা সিরিয়াল করে সবার নজর কেড়ে নিয়েছেন এনা। তার ‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
সিরিয়াল ছাড়াও একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন এনা। অভিনয় করেছেন মালয়ালম ছবিতেও।