সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়।।
বোদা থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জনকে আটক করা হয়েছে। গত ১৩ জানুয়ারি বিকালে বোদা থানাধীন ২ নং ময়দানদিঘী ইউপির ৩ নং ওয়ার্ড বাকপুর গ্রামের কবরস্থান সংলগ্ন কাঁচা রাস্তার ওপর হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের মোঃ হবিবর রহমান ছেলে মোঃ মিঠুন ইসলাম(২৪) ও মোঃ বাহারুলের ছেলে মোঃ বাপ্পী(১৯) কে আটক করে। এসময় তাদের কাছে থেকে ২০০(দুইশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট, মূল্য অনুমান ৪০,০০০/- টাকা উদ্ধার করা হয়।
অন্য এক পৃথক অভিযানে রাতে বোদা থানাধীন ময়দানদিঘী কলেজের দক্ষিনে বোদা টু পঞ্চগড়গামী পাকা রাস্তার উপর হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বেতবাড়ি গ্রামের মৃত খালেকের ছেলে মোঃ আব্দুল(৫৫)কে ৩০(ত্রিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৬,০০০/- টাকা সহ আটক করে বোদা থানা পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে বোদা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।