Homeআন্তর্জাতিকস্ক্র-ব্যাটারি-নেইলপলিশ রিমুভার খাইয়ে প্রেমিকের সন্তানকে হত্যা!

স্ক্র-ব্যাটারি-নেইলপলিশ রিমুভার খাইয়ে প্রেমিকের সন্তানকে হত্যা!

বয়ফ্রেন্ডের কন্যাশিশুকে হত্যার পরিকল্পনা করেছেন দিনের পর দিন। যাতে কেউ সন্দেহ না করে সে জন্য বেছে নিয়েছে ব্যাটারি, স্ক্র ও নেইলপলিশ রিমুভারের মত গৃহস্থালী পণ্য। তদন্ত কর্মকর্তাদের বিভ্রান্ত করেছেন মিথ্যা তথ্য দিয়ে। তারপরও ২০২৩ সালের ২৫ জুন প্রেমিকের বাচ্চামেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার অ্যালেইসিয়া ওয়েনস।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার বয়ফ্রেন্ডের বাচ্চামেয়েকে ব্যাটারি, স্ক্র ও নেইলপলিশ রিমুভারের মত ক্ষতিকর রাসায়নিক খাইয়ে হত্যা করেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ওয়েনস গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউ ইর্য়ক পোস্ট।

পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেল মাইকেল হেনরির অটোপসি রিপোর্ট ঘোষণার পর গ্রেফতার করা হয় ওয়েনসকে। অটোপসি রিপোর্টে বলা হয়েছে, শিশু আইরিশ রিটা আলফেরার রক্তে অতিমাত্রায় রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে। যার প্রভাবে অরগান ফেইলর হয়ে মৃত্যু হয়েছে শিশুটির।

রিপোর্টে আরও বলা হয়, বাচ্চাটিকে হত্যা করার আগে ২০ বছর বয়সী ওয়েনস রীতিমত গবেষণা চালিয়েছেন যে, একটি বাচ্চার শরীরে এসব ক্ষতিকর দ্রব্যের কী প্রভাব হতে পারে।

অ্যাটর্নি জেনারেল হেনরি বলেন, ‘এই হত্যা সম্পর্কে বিস্তারিত জানলে যে কেউ ভারাক্রান্ত হবেন। এটা ভাবতেও অবাক লাগছে যে, কেউ এমন পরিকল্পিতভাবে ১৮ মাস বয়সের একটি বাচ্চাকে এভাবে হত্যা করতে পারে। শুধু তাই নয়, তদন্তকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে পর্যন্ত বিভ্রান্ত করেছেন অভিযুক্ত ওয়েনস।

২০২৩ সালের ২৫ জুন ঘটনার দিন ওয়েনস যখন এসব জিনিস কেনার জন্য স্টোরে যান তখনও শিশুটির বাবা অর্থাৎ তার বয়ফ্রেন্ড বেইলি জ্যাকবি সঙ্গেই ছিলেন। এর কিছুক্ষণ পর জ্যাকবি একটি ফোন কল পান। ওয়েনস তাকে জানান, তার মেয়ে আইরিশের কিছু একটা হয়েছে। জ্যাকবি দ্রুত বাসায় ফিরে দেখেন আইরিশ নড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গে তিনি ৯১১ (সরকারি হেলপলাইন) এ কল করেন।

এর কিছু সময় পর ১৮ মাসের আইরিশকে নিউ ক্যাসলের ইউপিএমসি জেমসন হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। কিন্তু চারদিন পর অরগান ফেইলর হয়ে মারা যায় শিশুটি। সাধারণত আইরিশ তার মা এমিলি আলফেরা ও তার দাদা দাদির সঙ্গেই থাকত। মাঝে মাঝে বাবা জ্যাকবির অনুমতি ছিল আইরিশকে নিজের কাছে রাখার।

সর্বশেষ খবর