Homeবিনোদনগ্রাম থেকে উঠে এসে রাতের রানী হলেন পূজা!

গ্রাম থেকে উঠে এসে রাতের রানী হলেন পূজা!

ভারতের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। তিনি বলিউড থেকে ঢালিউড পর্যন্ত সব জায়গায় বিচরণ করেছেন। এবার তাকে দেখা যাবে রাতের জাদুকরী রাণীরূপে।

পূজা ক্যাবারে কুইন হয়ে আসছেন ওয়েব দুনিয়ায়। উৎসব মুখোপাধ্যায়ের পরিচালনায় ক্যাবারে এবং ক্যাবারে ড্যান্সারের দুনিয়া নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘ক্যাবারেট’।

গ্রাম থেকে উঠে আসা একটি অল্প বয়সী মেয়ের কলকাতায় এসে জনপ্রিয় ক্যাবারে ড্যান্সার হয়ে ওঠার গল্প। ড্যান্সারের সঙ্গে আবার মিলিটারির প্রেমের গল্প নিয়ে আবর্তিত গোটা এই সিরিজ। দুই প্রান্তের দুই মানুষের প্রেমের ঘাত-প্রতিঘাত, সমাজের কুৎসা যেমন থাকবে তেমনই থাকবে মেয়েটির জনপ্রিয়তার শিখরে ওঠার লড়াই।

প্রথমবার এমন চরিত্র নিয়ে আসছেন পূজা বন্দোপাধ্যায়। গল্পে তিনি মিস এলিনা। অনেকদিন ধরে এরকম একটি চরিত্রের জন্য অপেক্ষায় ছিলেন পূজা। চরিত্রে যেমন অনেকগুলি শেডস রয়েছে তেমনই রয়েছে নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছেশক্তি। সবমিলিয়ে পূজা এই মুহুর্তে জমিয়ে চরিত্র যাপন করছেন।

সিরিজে মিলিটারির ভূমিকায় দেখা যাবে সত্যম ভট্টাচার্যকে। এছাড়াও শান্তিলাল মুখোপাধ্যায়ও থাকছেন গুরুত্বপূর্ণ এক চরিত্রে। প্রত্যেকটি চরিত্রই গুরুত্বপূর্ণ এই গল্পের জন্য, জানিয়েছেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়।

আগামী ২৬ জানুয়ারি থেকে জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে ‘ক্যাবারেট’- এর।

Exit mobile version