মোস্তফা কামাল, যশোর প্রতিনিধি।।
“কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় যশোরে গরম কাপড়ের চাহিদা বেড়েছে। জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন হাট-বাজার ও ফুটপাতগুলোতে জমে উঠেছে গরম কাপড়ের বেচাকেনা।
ক্রেতারা বলছেন, শীতের শুরুতে কেনা পোশাক তীব্র শীতে কোনো কাজে লাগছে না। তাই তারা আবার গরম কাপড় কিনতে ছুটছেন। এ সুযোগে বিক্রেতারাও দাম হাঁকাচ্ছেন কয়েকগুণ বেশি। দু-তিন সপ্তাহ আগেও যে পোশাক ২০০-২৫০ টাকায় বিক্রি হয়েছে, এখন তার দাম বেড়ে হয়েছে ৪০০-৫০০ টাকা।
ফুটপাতের দোকানে গরম কাপড়ের ক্রেতা জয়নাল মিয়া বলেন, ‘বাচ্চাদের জন্য শীতের জামা কিনতে এসেছি। তবে চাহিদা বাড়ায় বিক্রেতারা দাম বেশি নিচ্ছেন। ১৫ দিন আগে যে পোশাক ৬০০ টাকায় বিক্রি হয়েছে আজ তার দাম এক হাজার টাকা হাঁকাচ্ছেন। পরে বেশি দাম দিয়ে ৮০০ টাকায় কিনতে হলো।’
শীতবস্ত্র কিনতে আসা ক্রেতা সাবিকুন নাহার বলেন, শীতের প্রথম দিকে কেনা ‘ফ্যাশনাবল পোশাকে’ চলমান শীত মানছে না। ভারি ও শীতসহনীয় গরম কাপড় লাগবে। পরিবারের সবার জন্য শীতের পোশাক কিনতে এসেছি।’বিক্রেতা জাহাঙ্গীর হোসেন জানান, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে গত কয়েকদিনে বড়দের পাশাপাশি বাচ্চাদের পোশাকের বিক্রিও অনেকটা বেড়ে গেছে । তার দোকানে শুধু বাচ্চাদের পোশাকই বিক্রি হচ্ছে প্রতিদিন গড়ে ১৫-২০ হাজার টাকার।”