ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা ৩২ ম্যাচে গোল করার রেকর্ড আছে মাত্র একটি দলের। সেটাও টটেনহ্যাম হটস্পারের দখলে। ১৯৪৯ সালের পর ১৯৬২, এবারও টানা ৩২ ম্যাচে গোল পেয়েছে দলটি। আগের বারের সব রেকর্ড ভেঙে দিতে রোববার (১৪ জানুয়ারি) ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে তারা। দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে এভারটন।
ম্যানইউর বিপক্ষে টটেনহ্যামের ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১০টায়। এ ম্যাচে একটি গোল করতে পারলেই টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার ইতিহাস গড়বে তারা। সম্প্রতি খুব একটা ভালো ফর্মে নেই ম্যানচেস্টারের ক্লাবটি। ইপিএল পয়েন্ট টেবিলের আটে রেড ডেভিলসরা। তাদের দুর্বলতার সুযোগে এ ম্যাচ দিয়ে ইতিহাস গড়েও ফেলতে পারে লিলিহোয়াইটসরা।
ইপিএলে নিজেদের শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হেরেছে ইউনাইটেড। শুধু তাই না, প্রিমিয়ার লিগে শেষ ৫ ম্যাচে মাত্র ১টিতে জিতেছে দলটা। যদিও সবশেষ ম্যাচে এফএ কাপে উইগানের বিপক্ষে জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। লিগ পয়েন্ট টেবিলে ম্যানইউর তুলনায় এগিয়ে আছে টটেনহ্যাম। নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছে স্পার্স।
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যে সবচেয়ে বড় চিন্তার কারণ ইনজুরি সমস্যা। মেসন মাউন্ট, মার্তিনেজ, ম্যাগুয়ের, এরিকসেন, মার্শিয়ালদের এ ম্যাচে স্কোয়াডে পাচ্ছেন না কোচ। তবে অতীত পরিসংখ্যানে ঢের এগিয়ে রেড ডেভিলস। তাই, সেখান থেকেই আত্মবিশ্বাস খোঁজার চেষ্টা দলের। দুদলের মুখোমুখি শেষ পাঁচ দেখায় তিন ম্যাচে জয় তুলে নিয়েছে ইউনাইটেড। টটেনহ্যামের জয় একটিতে। তাই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে স্কোয়াড সাজাতে পারেন টেন হ্যাগ।
এদিকে, এই মৌসুমে ইপিএলে চমক দেখাচ্ছে অ্যাস্টন ভিলা। লিগ টেবিলের শীর্ষস্থান থেকে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে তারা। যেকোনো মূল্যে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্টে লিভারপুলের পাশে থাকতে চায় দলটি। দুদলের শেষ পাঁচ দেখায় চার ম্যাচেই জয় পেয়েছে ভিলা। আর এক ম্যাচে জয় পেয়েছে এভারটন।