দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের জয় নয়, ক্ষয় হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে তিনি কথা বলেন।
রিজভী বলেন, পুলিশ তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। চাবি চাওয়ার পরও দেয়নি। তাই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছি।
গণতন্ত্রের আন্দোলন করেছেন জানিয়ে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।
কার্যালয়ে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে। বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির নেতারা সংবাদ সম্মেলন কথা বলবেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।
এর আগে সাড়ে ১০টার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে তালা ভেঙে আড়াই মাস পর ভেতরে প্রবেশ করেন তারা।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। একইসঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। এরপর থেকেই তালা ঝুলছে।
২৮ অক্টোবরের পর থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সবশেষ ৫ জানুয়ারি মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।