বেশি করে সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের রাজস্থানের মন্ত্রী বাবুলাল খারাড়ি। মঙ্গলবার (৯ জানুয়ারি) উদয়পুরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা উপস্থিত ছিলেন।
এক প্রতিবেদনে দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
রাজস্থানের উপজাতীয় এলাকার উন্নয়নবিষয়ক মন্ত্রী বাবুলাল খারাড়ি বলেন, আপনারা আরও বেশি করে সন্তান জন্ম দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনাদের বাড়ি বানিয় দেবেন।
মন্ত্রী আরও বলেন, মাথার ওপর ছাদ ছাড়া কেউ থাকবে না। কেউ না খেয়ে ঘুমাবে না। এটাই প্রধানমন্ত্রীর স্বপ্ন। আপনারা অনেক সন্তানের জন্ম দেন। প্রধানমন্ত্রী আপনাদের বাড়ি বানিয়ে দেবেন, তাহলে সমস্যা কী?
একই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মন্ত্রী বাবুলাল খারাড়ির আট সন্তান রয়েছে। তার স্ত্রী দুজন। পুরো পরিবার উদয়পুরের কোটদা তহসিল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নিচলা থালা গ্রামে বাস করে।
এদিকে রাজস্থানের এই মন্ত্রীর বক্তব্য শোনার পর উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিরা একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
অনুষ্ঠানে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদির দল বিজেপিকে ভোট দেয়ার আহ্বান জানান খারাড়ি।