ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার। তবে নায়িকা হওয়ার দৌড়ে বেশ সংগ্রাম করতে হয়েছে তাকে। জীবনযুদ্ধ কম করতে হয়নি নায়িকাকে। সম্প্রতি কথা বললেন এ বিষয়ে।
নিপুণ আক্তার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকতেন পরিবার নিয়ে। স্বামী আর মেয়ে তানিশাকে নিয়ে বেশ ভালোই কাটছিল সময়। কিন্তু হঠাৎ তাল কেটে যায় জীবনের। বদলে যায় সবকিছু। ২০০৬ সালে বিচ্ছেদ হয়ে যায় তার।
বিচ্ছেদের পর কঠিন সময় পার করতে হয়েছে নায়িকাকে এমনটাই জানিয়েছেন একটি সংবাদমাধ্যমকে তিনি। বিচ্ছেদ হলে পাগলপ্রায় হয়ে আমেরিকাতে চাকরি খুঁজতে থাকেন নিপুণ।
একটি স্বর্ণের দোকানে কাজ পান। সেখানে তাকে ১২ ঘন্টা দাঁড়িয়েই কাটাতে হত। তারপর বড় একটি কফি শপে চাকরি পান। সেসময় খুব লড়াই করতে হয়েছে তাকে।
একাধিক সিনেমায় কাজ করলেও এখন পর্দায় ততটা দেখা যায় না এই নায়িকাকে। তিনি শিল্পী সমিতি নিয়ে বেশ ব্যস্ত সময় কাটান। ব্যবসায়ও সময় দিতে হয়। ব্যবসায়ে তিনি সফল বলেই জানা গেছে।
সংবাদমাধ্যমকে নিপুণ বলেন, আমার প্রথম দিকের চাকরির অভিজ্ঞতা ব্যবসায় কাজে লাগছে। তিনি বিশ্বাস করেন সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া জীবনে সফল হওয়া যায় না।
নিপুণ একটি পার্লারের স্বত্তাধিকারী। এছাড়া তার প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।