Homeসর্বশেষ সংবাদ৮ ঘণ্টা পর তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৮ ঘণ্টা পর তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আট ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই তিন রুটে ফেরি চলাচল বন্ধ করেন কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই তিনটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ৭টি ফেরি।

সকাল ১০টার দিকে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়। এতে দীর্ঘক্ষণ আটকে থাকা যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Exit mobile version