চাঁদপুরে সকালে বেড়াতে গিয়ে চার দিন থেকে এক কলেজছাত্রী নিরুদ্দেশ রয়েছেন। এ ঘটনায় সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত তার কোনো হদিস মেলেনি বলে জানান স্বজনরা।
এর আগে গত শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নিরুদ্দেশ হন ওই শিক্ষার্থী।
ওই ছাত্রীর মা জানান, শুক্রবার সকালে চাঁদপুর শহরের বাসা থেকে বের হয় তার মেয়ে (১৮)। এরপর থেকে বাসায় আর ফিরে আসেনি।
তার এক সহপাঠী জানান, নিরুদ্দেশ হওয়া ওই মেয়েটি বেশ শান্ত প্রকৃতির এবং মেধাবী। হঠাৎ তার নিরুদ্দেশ হওয়া মেনে নেয়ার মতো নয়।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান জানান, এইচএসসির বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী চারদিন থেকে নিরুদ্দেশ। তার কোনো খোঁজ না মেলায় চিন্তায় রয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম জানান, এ ঘটনায় ওই নিখোঁজ ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ছাড়া তাকে খুঁজে পেতে সবার সহায়তা চেয়েছেন।