দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি বিপুল ভোটে হেরে গেছেন। নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কাছে হেরে যাওয়ার পর তিনি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
ফেসবুকে মাহি ভিডিও বার্তায় বলেন, ‘নির্বাচনের আগে আমি আমার আসনের মানুষদের কথা দিয়েছিলাম। ভোটে জিতলে বিশেষকরে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। তরুণদের উদ্যোক্তা তৈরি করতে শতভাগ সহযোগিতা করবো। কিন্তু সরকারিভাবে ছাড়া এটা আসলে কঠিন। আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করবো যতটুকু সম্ভব।’
তিনি আরও বলেন, ‘যেখানে বাংলাদেশের অন্যান্য জায়গার রাস্তা বিদেশের মতো সুন্দর কিন্তু আমার তানোর গোদাগাড়ীর রাস্তা গরুর গাড়ি চলার মতো এখনও। যিনি এবার জয়ী হয়েছেন তার জনপ্রিয়তা একেবারেই জিরো। তিনি শুধু ভোট পেয়েছেন নৌকা প্রতীকের জন্য।’
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তানোর উপজেলার মুণ্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান মাহি। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি বা জিতি ইনশাআল্লাহ কাল (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের (জনগণ) সঙ্গে আছি।’
তবে শেষ পর্যন্ত কথা রাখেননি মাহি। সোমবার (৮ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় কোনো শোডাউন দেননি তিনি।
প্রসঙ্গত, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন নায়িকা মাহি। নির্বাচনের আগে এলাকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তার ট্রাক প্রতীকে ভোট চান। প্রচারণার সময় ‘সিনেম্যাটিক’ স্টাইলে বক্তব্যও দেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার মন নেই।’
তবে নির্বাচনের ফলাফলে সেই চৌধুরীর কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। রাজশাহী-১ আসনের দুই উপজেলায় শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের এমপি আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজর ৪১৯ ভোট।