ব্রাজিলের বাহিয়া প্রদেশে ট্রাকের সঙ্গে একটি পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।
স্থানীয় সময় রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাও হোসে দো জ্যাকুইপ শহরের কাছে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
স্থানীয় কর্তৃপক্ষ জানান, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ায় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী একটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
প্রদেশটির স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বাহিয়ার নোভা ফাতিমা এবং গাভিয়াও শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ফেডারেল সড়কে রাতের আঁধারে এই দুর্ঘটনা ঘটে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতদের বেশিরভাগই মিনিবাসের যাত্রী ছিলেন বলে বাহিয়া সিভিল পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এ ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে জ্যাকোবিনা পৌরসভা কর্তৃপক্ষ।