বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিস্থিতি বিবেচনায় ৪০ শতাংশ ভোট খুবই সন্তোষজনক।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচন পরিস্থিতি কেমন ছিল জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আমার এলাকার নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। আমার এলাকায় বলতে পারব স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে। সকাল থেকে কীভাবে মানুষ ভোট দেয়ার জন্য উৎসুক ছিল, তা আপনারা দেখেছেন। খুবই সুষ্ঠুভাবে ভোট হয়েছে।’
৪০ শতাংশ ভোট সন্তোষজনক কি না, জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘৪০ শতাংশ ভোট খুবই সন্তোষজনক। এ পরিস্থিতিতে এটা ব্যাপক ভোট। অনেক দেশে তো ৭ শতাংশের বেশি পড়ে না। আমরা মনে করি, যে পরিস্থিতি হয়েছে ৪০ শতাংশ ইজ বিগ টার্ন। আপনারা খবর নিয়ে দেখতে পারেন আমার কাছে সকাল থেকে যে খবর এসেছে মোটামুটি সবাই সন্তুষ্ট। আমার এলাকায় ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে।’
তিনি বলেন, ‘আমি মনে করি নির্বাচন কমিশন প্রচণ্ডভাবে চাপের মধ্যে ছিল, বিভিন্ন রাজনৈতিক ইস্যু ছিল। তার আগে সন্ত্রাসী কার্যকলাপ ছিল। বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসী কার্যকলাপ করেছে। কিছুদিন আগে ট্রেনে আগুন দিয়ে চারজনকে হত্যা করেছে–এই বিষয়গুলো কিন্তু খুব খারাপভাবে নিয়েছেন ভোটাররা। এটার বড় একটা রিঅ্যাকশন পড়েছে।’
ভবিষ্যতে সরকারের জন্য কী কী চ্যালেঞ্জ থাকতে পারে–এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখা। ফাইন্যান্সিয়ালসহ সব প্রবলেম মাথায় রেখে এটা (বিদ্যুৎ) নিরবচ্ছিন্ন রাখা। গ্রাহক পর্যায়ে জ্বালানি ও বিদ্যুৎ সহনীয় পর্যায়ে রাখা হলো আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মনে করি আমাদের মন্ত্রণালয় এটার জন্য প্রস্তুত আছে।’
তিনি বলেন, ‘সামনে একটা বড় বিষয় হলো আমাদের দেশের ইকোনমির ধারাবাহিকতা রাখার মূল্যস্ফীতি নিচের দিকে নেয়া। এ বিষয়গুলো বড় একটা চ্যালেঞ্জ হবে। কারণ, বিশ্বে আবার কী চেঞ্জ আসে, বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে বা রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে এ বিষয়গুলো মাথায় রেখে আমাদের আগামীর প্ল্যান করা উচিত।’