Homeআন্তর্জাতিকখেলা হচ্ছে না সূর্যকুমার-হার্দিকের, রোহিত ও কোহলিকে নিয়েও শঙ্কা

খেলা হচ্ছে না সূর্যকুমার-হার্দিকের, রোহিত ও কোহলিকে নিয়েও শঙ্কা

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয়রা। এরই মধ্যে আফগানরা সেই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে। তবে স্বাগতিক ভারত এখনও দল ঘোষণা করেনি। নানা কারণে এই টি-টোয়েন্টি সিরিজকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। অনেকের মতেই এই সিরিজের ওপরই নির্ভর করছে ভারতের দুই সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির টি-টোয়েন্টি ভাগ্য।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে দল ঘোষণার আগেই সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ছিটকে গেছেন। ঘরের মাঠে ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া এই সিরিজ খেলা হচ্ছে না রুতুরাজ গায়কোয়াড়েরও। আঙুলের ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম অংশেও তাকে পাওয়া নিয়ে শঙ্কায় আছে ভারত।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সূর্যকুমারর ও হার্দিক পান্ডিয়া সম্ভবত আইপিএল দিয়ে ফের ক্রিকেটে ফিরবেন। দক্ষিণ আফ্রিকায় ডিসেম্বরে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেয়া সূর্যকুমার ভুগছেন অ্যাঙ্কেলের ইনজুরিতে।
জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঘাত পান তিনি। সম্প্রতি তার অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করা হয়েছে। মাঠে ফিরতে তার কয়েক মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে নভেম্বরে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন হার্দিক। তখন থেকেই মাঠের বাইরে তিনি।

আফগানিস্তান সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়েও শঙ্কা আছে। এই সিরিজের স্কোয়াডে তাদের রাখা হবে কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছে ক্রিকইনফো। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের বিবেচনা করা হবে কিনা তা নিয়ে দোটানায় আছে বিসিসিআই। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল ঘোষণার পরেই অনেকটা নিশ্চিত হওয়া যাবে রোহিত-কোহলি বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন কি-না।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মোহালিতে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ম্যাচ ১৪ ও ১৭ জানুয়ারি মাঠে গড়াবে।

সর্বশেষ খবর