সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় জেলা প্রতিনিধি ।।
পঞ্চগড়-১ আসনে দুপুর ২.১৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৩০ শতাংশ। এ চিত্র পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার কৃষ্ণ কুমার রায়।কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮২৩ জন।সাতটি বুথের মাধ্যমে দুপুর সোয়া দুইটা পর্যন্ত ৮৫৬ টি ভোট পড়েছে।এ কর্মকর্তার দাবী শেষ পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়তে পারে।
তুলার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১হাজার ৭৬৪ জন,এর মধ্যে সকাল ১০.৫০ মিনিটে চারটি বুথে ভোট পড়েছে ২৮৩ টি প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম নিশ্চিত করে বলেন,১৭ শতাংশ,
ভোট পড়েছে।ভোটারের কোন অভিযোগ নেই, তবে দুই একজনের নাম তালিকায় না থাকার এমন অভিযোগ ছিল।
পঞ্চগড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটার সংখ্যা ২ হাজার ৩৯৮ জন।সকাল ১০.৩৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ২৮০ টি বলেন,প্রিজাইডিং অফিসার অর্জন চন্দ্র রায়।
একই কেন্দ্রে মহিলা ভোটার ২ হাজার ৫২৬ জন।৬ টি বুথে সকাল সোয়া ১০ টা পর্যন্ত ভোট পড়েছে ৪০০ টি জানান, প্রিজাইডিং অফিসার আওলাদ হোসেন।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটার সংখ্যা ৪ হাজার ৭১০ জন,১১টি বুথে সকাল ১০ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯৮ টি জানান,প্রিজাইডিং অফিসার আশানুর রহমান।
শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট সংখ্যা ৩ হাজার ৯০৭ জন।
৯ টি বুথে সকাল ৯.৩৭ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১৩৫ টি বলেন,প্রিজাইডিং অফিসার সুজন চন্দ্র দাস।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ১০৮ জন।সকাল ৯.২২ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৪৩ টি জানান,
প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম।
আজ রোববার সকাল ৮ টায় ব্যালট পেপারের মাধ্যমে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
জানা যায়,পঞ্চগড়-১ আসনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ২২ জন।১৫৬ টি ভোট কেন্দ্রের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম জানান,কোথাও কোন অপ্রীতিকর ঘটনা নেই।শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।